ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও রুপিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও রুপিসহ আটক ১ হেরোইন ও রুপিসহ আটক ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর (মোন্নাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও দুই লাখ ভারতীয় রুপিসহ মো. আলম (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫।

সোমবার (২৭ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। আলম সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, নরেন্দ্রপুর (মোন্নাপাড়া) গ্রামে চরবাগডাঙ্গা টু শাজাহানপুরগামী পাকা রাস্তার উত্তর পাশে বাঁশঝাড়ের ভেতরে হেরোইন ও চোরাচালানকৃত ভারতীয় রুপি লেনদেনের উদ্দেশে এক চোরাকারবারী অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এসময় এক কেজি ৫৮ গ্রাম হেরোইন (যার আনুমানিক দাম এক কোটি টাক‍া) ও দুই লাখ ভারতীয় রুপসিহ মো. আলমকে হাতেনাতে আটক করা হয়।
 
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করেছে তারা কয়েকজন মিলে হেরোইন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত ভারতীয় রুপিসহ বিভিন্ন দেশের মুদ্রার ব্যবসা করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।