ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

১২ ডিসেম্বরকে আইসিটি দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
১২ ডিসেম্বরকে আইসিটি দিবস উদযাপনের সিদ্ধান্ত

ঢাকা: প্রতি বছরের ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব শফিউল আলম জানান, দিবসটি পরিপত্রের ‘খ’ ক্রমিকে অর্ন্তভুক্তের প্রস্তাব অনুমোদিত হয়েছে।  

এছাড়াও সারাবিশ্বের সরকার প্রধানদের ওপর পরিচালিত দু’টি বিশেষ জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ তালিকায় স্থান পাওয়ায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কৃত হওয়ায় মন্ত্রিপরিষদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।