ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৮ লাখ কম্বল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৮ লাখ কম্বল  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে। ছবি: পিআইডি

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ১৮ লাখ কম্বল প্রদান করেছে দেশে কার্যরত ৩৩টি বাণিজ্যিক ব্যাংক। 

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

মানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য কম্বল দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল দেওয়া ব্যাংকগুলো হচ্ছে- এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশিনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক।  

এসব ব্যাংকের দেওয়া প্রায় ১৮ লাখ কম্বল দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।  

তিনি জানান, কক্সবাজারের স্থানীয় জনগণের মধ্যে যারা অসহায় ও দরিদ্র তাদেরও এ কম্বল বিতরণ করা হবে।  

এদিকে পেট্রোল বোমা ও জঙ্গি হামলায় হতাহতদের পরিবারকে এদিনে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

 বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।