ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ছেলেসহ চার খুনের দায়ে এক ব্যক্তির ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জয়পুরহাটে ছেলেসহ চার খুনের দায়ে এক ব্যক্তির ফাঁসি

জয়পুরহাট: জয়পুরহাটে ছেলে ও শাশুড়িসহ চারজনকে হত্যার দায়ে সুমন হেমব্রম নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন এ রায় দেন।  

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার ভিমপুর তালতলী গ্রামে শ্বশুর মানিয়াল মাড়ান্ডীর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন সুমন।

তার স্ত্রী সিলভিয়া পরকীয়া করতেন বলে সন্দেহ করতেন তিনি। এর জের ধরে ২০১৫ সালের ২০ জুন ভোরে স্ত্রী সিলভিয়া,  ছেলে সানি (৬), শাশুড়ি সন্ধ্যা রানী মার্ডি (৪৯), শ্যালিকা তেরেজা মার্ডি (১৮) ও ফুফা শ্বশুর মাইকেলকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে কোপান সুমন। এতে ঘটনাস্থলেই সিলভিয়া ছাড়া বাকি চারজনের মৃত্যু হয়। এসময় আহত সিলভিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সুমনকে আটক করে।

এ ঘটনায় তার শ্বশুর মানিয়াল মাড়ান্ডী ওই দিনই সুমনকে আসামি করে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।