ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর মো. শাহাদাত হোসেন নিহত হয়েছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার রহমতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির বাসিন্দা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (প্রকল্প) পদে কর্মরত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল যোগে শাহাদাত বরিশাল থেকে বাবুগঞ্জের যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।