ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জমির মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে বেলকুচিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
জমির মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে বেলকুচিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণের আগে ন্যায্য মূল্য ও ঘরবাড়ি এবং গাছাপালার ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চার গ্রামবাসী।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার রাজাপুর ইউনিয়নের নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় বেড়া খাড়ুয়া, বয়ড়া মাসুম, চক বয়ড়া ও খাস বড় শিমুল এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে বয়ড়া মাসুম খেলার মাঠে বিক্ষোভ সমাবেশ করে এসব গ্রামের কয়েক হাজার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, যমুনা বিধৌত এ অঞ্চলের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এখানকার দু’ফসলী উর্বর কৃষিজমিতে ইকোনোমিক জোন তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে কর্তৃপক্ষ প্রস্তাবিত ইকোনোমিক জোন এলাকায় লাল নিশান লাগিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এখানকার কৃষকরা তাদের জমির মূল্য পায়নি। পাশাপাশি এ অঞ্চলে বাস করা কয়েক হাজার পরিবারের বাড়িঘর ও গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এতে এখানকার মানুষ জমি ও ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হওয়ার আশঙ্কায় বক্তারা অবিলম্বে জমি অধিগ্রহণের মূল্য ও ঘরবাড়ি এবং গাছপালার ক্ষতিপূরণ
দেওয়ার দাবি জানান।

এলাকার মুরুব্বি গোলাম হোসেন মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বদর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সরকার, স্থানীয় মাতব্বর শহীদুল ইসলাম, গোলাম হোসেন মুন্সী, ঠাণ্ডু শেখ, হাফিজুল ইসলাম, আলতাফ হোসেন, মোক্তার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।