ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ১৮শ’ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
গাইবান্ধায় ১৮শ’ পিস ইয়াবাসহ আটক ১

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া জোড়াব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মিজানুর রহমান উত্তর ধানঘড়া গ্রামের আফছারুল রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৫ সাল থেকে মিজানুর রহমান মাদকের ব্যবসা শুরু করেন।

গোপন খবরের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ওসি আরও জানান, এর আগেও মিজানুর রহমানের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। সেগুলো আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।