ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিপুরার পানি আর্সেনিক মুক্ত, জানালেন মন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ত্রিপুরার পানি আর্সেনিক মুক্ত, জানালেন মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মন্ত্রী রতন ভৌমিক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার কোনো অঞ্চলের পানির উৎসে কোনো আর্সেনিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্য সরকারের পানীয় জল ও জনস্বাস্থ্য দফতরের মন্ত্রী রতন ভৌমিক। 

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান।  

মন্ত্রী বলেন, ভারত সরকার খাওয়ার পানির ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দিয়েছে।

আগে ভারত সরকার মোট বরাদ্দ অর্থের ১৫ শতাংশ রক্ষণাবেক্ষণ খাতে, ২০ শতাংশ পানিতে মিশে থাকা আয়রন দূরীকরণে ও ১০ শতাংশ অর্থ পরীক্ষা এবং গবেষণার কাজে ব্যয় করতো। কিন্তু এখন রাজ্যগুলোর জন্য পানির রক্ষণাবেক্ষণ ও আয়রন দূরীকরণ কাজে অর্থ দেবে না।  

‘কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার কোনো প্রকল্পে ১০০ শতাংশ অর্থ খরচ করার পর কেন্দ্র অর্থ দেবে। ভারত সরকারের এই নতুন সিদ্ধান্তে পানীয় জল প্রকল্পে রাজ্য সরকারের সমস্যা সৃষ্টি হবে। ’
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী রতন ভৌমিক বলেন, রাজ্যে মাত্র ১৯ টি গ্রামীণ ও পাহাড়ি এলাকায় খাওয়ার পানির সরবরাহের ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। আর বাকি সব শহর ও গ্রামীণ এলাকায় খাওয়ার পানি সম্পূর্ণ অথবা আংশিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।  

তিনি জানান, খাওয়ার পানি সরবরাহের জন্য ত্রিপুরা রাজ্যে ১৩৯টি স্কিম চালু আছে। তবে রাজ্যে কোনো পানির উৎসে বিষাক্ত আর্সেনিক পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।