ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নওয়াপাড়ায় পাটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
নওয়াপাড়ায় পাটের গোডাউনে আগুন

যশোর: যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ায় 'পাটের ডাস্ট' ভর্তি একটি গোডাউনে আগুন লেগেছে। 

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নওয়াপাড়ার আলীপুর-ভাঙ্গাগেট এলাকার দক্ষিণ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

যশোর ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিদর্শক অধির কুমার বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে, পরবর্তীতে যশোর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়।

তবে রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ডাস্ট ভর্তি গোডাউনের চারপাশে উঁচু দেওয়াল থাকায় কাজ করা যাচ্ছে না, কিছু অংশ ভেঙ্গে কাজ করে আগুন নেভানোর চেষ্টা করছি। তবে ফুলতলা, খুলনা, মণিরামপুরসহ আশেপাশে ফায়ার সার্ভিসের আরও ইউনিট থাকলেও এ মুহূর্তে একযোগে করার স্পেস নেই।

অগ্নিকাণ্ডের শিকার প্রতিষ্ঠানটির মালিক উজ্জল কুন্ডু সাংবাদিকদের বলেন, ১৫০ ফুট লম্বা আয়তনের এ গোডাউনে ভিতরে সবই পাটের ডাস্ট। তবে কি কারণে এ অগ্নিকাণ্ড কিংবা কত টাকার মালামাল আছে সেটা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
ইউজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।