ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
উত্তরায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় সুমন (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। 

নিহত সুমন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নাগরা গ্রামের ফয়েজ আহমেদের ছেলে। বর্তমানে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় থাকতেন।

তিনি জয়দেবপুর এলাকায় ওষুধের ব্যবসা করতেন।

হাসপাতালে নিয়ে আসা উত্তরা স্পোর্টিং ক্লাবের মালিক রফিকুল ইসলাম বিতানের গাড়িচালক জুয়েল জানান, শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের উত্তরা স্পোর্টিং ক্লাবের সিঁড়িতে পড়ে থাকতে দেখে সুমনকে মুমূর্ষু অবস্থায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত সুমনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় জুয়েলকে আটক করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।