ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ চোরাকারবারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বেনাপোলে ফেনসিডিলসহ চোরাকারবারী আটক আটক মরিরুল

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় ভারতীয় ফেনসিডিলসহ মরিরুল হক নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর ডাক্তারবাড়ি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক মরিরুল যশোরের শার্শা উপজেলার লাউতাড়া খয়ড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পায় একদল চোরাচালানী ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। এসময় তাদের ধাওয়া করে একজনকে ১শ’ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে চোরাচালানীরা তাকে ছাড়িয়ে নিতে দলবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে বিজিবির উপর আক্রমণ চালায়। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়।  

৪৯-ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শ্রী হারাধর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক মরিরুলকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।