ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘এমন মেয়র পাওয়া বহু ভাগ্যের’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
‘এমন মেয়র পাওয়া বহু ভাগ্যের’ আনিসুল হককে নিয়ে কথা বলছিলেন রিকশা চালক দেলোয়ার হোসেন- ছবি: সুমন শেখ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যু রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও দাগ কেটেছে। তারা বলছেন, এমন আরেকজন মেয়র পাওয়া বহু ভাগ্যের।

মোহাম্মদপুরের বাসিন্দা রিকশা চালক দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মেয়র খুব ভালো মানুষ ছিলেন। উনার জন্য কষ্ট হচ্ছে।

এ রকম ভালো মানুষের চলে যাওয়া দেশের জন্য ক্ষতি।


তিনি বলেন, আমাদের উত্তর সিটি করপোরেশনের মেয়র অন্য মেয়রদের চেয়ে আলাদা ছিলেন। তিনি কাজ করতেন।  


মহাখালীতে আব্দুল মান্নান নামে এক চা দোকানি বলেন, কোনো কিছু হলে মেয়র নিজেই ছুটে আসতেন। মহাখালী অবৈধ উচ্ছেদে তিনি নিজে চলে এসেছিলেন। তিনি কাউকে ছাড় দিতেন না। কেউ গিয়ে তার সঙ্গে মাতব্বরিও করতে পারতেন না।

মহাখালীর বাসিন্দা, কাপড় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আসলে মেয়রের পিছু টান ছিলো না। বেশির ভাগ মেয়র, কমিশনাররা এসব পদে এসে টাকা কামাইয়ে মন দিতো। আনিসুল হক এ রকম ছিলেন না। তিনি কাজ করতেন।

 

তিনি বলেন, মেয়রকে হয়তো ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর দেয়া যাবে না। কিন্তু ৯০ নম্বরতো পাবেন। এ রকম আরেকজন মেয়র পাওয়া ভাগ্যের। তিনি আন্তরিক ভাবে চেষ্টা করেছেন কাজ করতে।
 
জাকির হোসেন আরো বলেন, মেয়র হয়তো উত্তর সিটি করপোরেশনকে পুরোপুরি বদলাতে পারেননি। কিন্তু পরিবর্তনের হাওয়া লাগিয়েছেন এখানে, অনেকটাই সফল হয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনিসুল হক।

হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।  

মরদেহ শনিবার (০৩ ডিসেম্বর) দেশে পৌঁছানোর পর জানাজা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমইউএম/পিএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।