ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাল্যবিয়ে নিরোধ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
নওগাঁয় বাল্যবিয়ে নিরোধ বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় বাল্যবিয়ে নিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিয়ে সমাজের একটি নিরব ঘাতক।

স্বাস্থ্যের উন্নতি, পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে সবার আগে বাল্যবিয়ে নিরোধ করা জরুরি। এজন্য প্রয়োজনে দেশের প্রতিটি গ্রামে-গ্রামে কমিটি গঠন করে বাল্যবিয়ে প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সচিবালয়ের অতিরিক্ত সচিব আইইএম গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের হেলথ অ্যাডভিসরি গ্রুপের প্রেসিডেন্ট ডা. হাবিবে মিল্লাত এমপি, জাতীয়  সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ডা. এনামুর রহমান এমপি, আব্দুল মালেক এমপি, ফারহাদ হোসেন এমপি, সলিম উদ্দিন তরফদার এমপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এতে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

এছাড়া স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

বাল্যবিয়ে নিরোধ কার্যক্রমে তৃনমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ ও দক্ষতা উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।