ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষককে মারধর, আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
প্রধান শিক্ষককে মারধর, আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা।

রোববার (০৩ ডিসেম্বর) এ ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবিতে সকাল ১০টায় পরীক্ষা বর্জনের পর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষকরা। এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রসার সহস্রাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।

পরে সমাবেশ শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোরোয়ার হোসেনের কাছে বরগুনা জেলা প্রশাসক ও বরিশাল বোর্ডের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেন তারা।

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলীর গুলিশাখালী ইউনিযনের খেকুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুস সোবহান লিটন তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রাতেই লিটনসহ পাঁচজনকে আসামি করে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক মহিউদ্দীন। এ পরিপ্রেক্ষিতে রোববার সকালে সোহরাব হোসেন নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।