ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের কোল থেকে অপহরণের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
মায়ের কোল থেকে অপহরণের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরে ঘুমন্ত মায়ের কোল থেকে অপহরণের একদিন পর দেড় বছরের শিশু ঝুমুর আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর পৌর শহরের মধ্যরাস্তা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ঝুমুর আক্তার মধ্যরাস্তা এলাকার চটপটি বিক্রেতা জাহিদ হোসেনর দ্বিতীয় স্ত্রীর মেয়ে।

পুলিশ জানায়, জাহিদ মধ্যরাস্তা এলাকার ভাড়া বাড়িতে দুই স্ত্রী নিয়ে থাকতেন। শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জাহিদের দ্বিতীয় স্ত্রী মুক্তা তার মেয়ে ঝুমুরকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে জাহিদ বাসায় ফিরে মুক্তার পাশে ঝুমুরকে না দেখে দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কেউ ঝুমুরের ব্যাপারে কিছুই বলতে পারেনি।  

এরপর শনিবার (০২ ডিসেম্বর) মুক্তা আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় তার মেয়েকে অপহরণের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে মধ্যেরাস্তা এলাকার একটি পুকুরে ঝুমুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুমুরের মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ জাহিদের প্রথম স্ত্রী মণিকে আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।