ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোর জেলায় ৩২ হাজার ১৭৪ জন প্রতিবন্ধী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
যশোর জেলায় ৩২ হাজার ১৭৪ জন প্রতিবন্ধী জাতীয় প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা

যশোর: ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে যশোরে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সচেতনতামূল প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়েছে, যশোর জেলায় মোট প্রতিবন্ধী ৩২ হাজার ১৭৪জন। এদের মধ্যে ১৪ হাজার ৯১৮ জন অসচ্ছল প্রতিবন্ধী মাসিক ৭শ’ টাকা হারে ভাতা এবং ১ হাজার ৯৫৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সারা দেশে ১৫ লাখেরও বেশি বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শনাক্ত হয়েছে। এদের জন্য একটি শক্তিশালী ডাটাবেইজ তৈরি করা হচ্ছে। তাদের প্রত্যেককেই সাময়িক পরিচয়পত্র বিতরণ করা হবে। এই বিপুল সংখ্যক প্রতিবন্ধী যদি অশিক্ষিত বা বেকার থাকে তবে তারা পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে থাকবে।  

অভিভাবকগণ একটু সচেতন হলেই প্রতিবন্ধীতার হার অনেক কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় যশোরের উপ পরিচালক মাজেদুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক শাহাবুদ্দিন।  

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আলোচনা করেন ওবায়দুল্লাহ। প্রতিবন্ধীদের পক্ষে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী শাহ মখদুম। সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার এটিএম মাসুদ হোসেন।

এর আগে দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বরে বাদ্যের তালে তালে বেলুন ফেস্টুন উড়িয়ে সচেতনতামূল প্রচার শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

এ সময় পাঁচজন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।