ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মিডিয়া ক্লাব পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
মিডিয়া ক্লাব পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার সাভার মিডিয়া ক্লাব পরিদর্শনে ঢাকা জেলার এসপি শাহ মিজান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান।

তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তবে সমাজের ভয়ানক এই ব্যাধির সর্বনাশা ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে পারে একমাত্র বিবেকের জাগ্রতবোধ।

তাই আমাদের বিবেককেই আগে জাগ্রত করতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ বহুলাংশে কমে যাবে।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে সাভারের মজিদপুরে ‘সাভার মিডিয়া ক্লাবে’ হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের সমাজ সেবামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসপি শাহ মিজান এ আহ্বান জানান।
 
যুব সমাজকে পাঠাভ্যাসে ফিরিয়ে আনতে হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের সহায়তায় সাভার মিডিয়া ক্লাবে গড়ে ওঠেছে সমৃদ্ধ লাইব্রেরি। সেখানে শিশু-কিশোর থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষদের জন্য রয়েছে চমৎকার পরিবেশে বই পড়ার সুযোগ। ল্যাপটপ ও ডেক্সটপে-ও ই-বই পড়ার সুযোগও আছে।

এ ছাড়া মিডিয়া ক্লাব শিক্ষা বৃত্তি, দক্ষতা উন্নয়নে যুব প্রশিক্ষণ, মাদক নির্মূলে নানা কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ক্লাবটি পরিদর্শনে গেলে তাদের স্বাগত জানান মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান।

এ সময় ক্লাব পরিচালিত সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন এসপি শাহ মিজান। সমাজ পরিবর্তনে এ ধরনের কার্যক্রমকে এগিয়ে নেবার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, সাইদুর রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন, সাভার মডেল থানার পরিদর্শক সওগাতুল আলম।

নিজ জেলা নাটোরে বাবা ও মায়ের নামে ‘হাফিজ-নাজনিন ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। এ সংগঠনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে সাভারে কাজ করছে মিডিয়া ক্লাব।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।