ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক রানার মুক্তির দাবি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
সাংবাদিক রানার মুক্তির দাবি  ঢাকা সচেতন সমাজের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: শাকিল / বাংলানিউজ

ঢাকা: গাজীপুর থেকে প্রকাশিত অর্ধ সাপ্তাহিক পত্রিকা সুবানীর সম্পাদক ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকার সচেতন নাগরিক সমাজ।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন ও সমাবেশে কালিয়াকৈর প্রেসক্লাবের সহ সভাপতি মো. ইমারত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন-রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল, সাংবাদিক হুমায়ুন কবির, নিতাই বর্মণ, শামসুল আলম জুলফিকার, এলিজা বেগম প্রমুখ।

 

বক্তারা বলেন, ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলায় সন্দেভাজন হিসেবে গত ১৩ নভেম্বর রাতে কালিয়াকৈর নিজ বাড়ি থেকে আইয়ুব রানাকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।  

তাই অবিলম্বে সাংবাদিক রানার মুক্তির দাবি জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।