ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
কলাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাজেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মাজেদা খাতুন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী।

রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া পৌরসভাধীন পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলো সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদা বেগম তার জামাতা রাকিব (২৫) ও স্বামী জাহাঙ্গীরের (৫৫) সঙ্গে মোটরসাইকেল যোগে কড়ইবাড়িয়া গ্রাম থেকে মুসুল্লিয়াবাদ গ্রামে যাচ্ছিলেন।

পথে কলাপাড়া পৌরসভাধীন পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলো সংলগ্ন সংযোগ সড়কে উঠতে গেলে একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় পড়ে গিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মাজেদাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাজেদার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।