ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে ১৩৬ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে ১৩৬ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৩৬ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (০৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্নস্থানে দুইটি ট্রেনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্ন স্টেশনে কমিউটার ৫৬ ও ৬৬নং ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩৬ জন যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ৭৪০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়াও আদায় করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।