ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
দিনাজপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক পিস্তল-গুলিসহ যুবক আটক। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের দপ্তরিপাড়ায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ মো. সোহেল রানা (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (০৩ ডিসেম্বর) দিনগত রাতে ওই পাড়ার জাহাঙ্গীর মার্কেটের পেছন থেকে তাকে আটক করা হয়। সোহেল দিনাজপুর শহরের দপ্তরিপাড়ার মৃত রশিদ খালাশির ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর নাজমুস সাকিব বাংলানিউজকে জানান, সোহেল দিনাজপুর শহরের পশ্চিমাঞ্চাল পূর্ণভবা নদী সংলগ্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা-মাদকসহ একাধিক মামলা রয়েছে। যা বর্তমানে আদালতে বিচারাধীন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে দপ্তরিপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।