ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পিস্তল ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাই!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
যশোরে পিস্তল ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাই!

যশোর: যশোরে এক বিকাশ কর্মীর কপালে পিস্তল ঠেকিয়ে মারধর করে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত বিকাশ কর্মী আবু সাঈদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সাঈদ সদর উপজেলার আরিচপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।

রোববার (০৩ ডিসেম্বর) রাতে বিকাশের যশোর অফিসের এক্সিকিউটিভ নারায়ণ মজুমদার থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিকেল ৪টার দিকে সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন কলাবাগান থেকে ৯ লাখ ৪০ হাজার ৫শ’ টাকা কালেকশন করে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন বিকাশের কর্মকর্তা নারায়ণ মজুমদার, আবু সাঈদ ও মাহাবুবুর রহমান।

পথে ক্ষিতিবদিয়া রেলক্রসিং এলাকায় এলে অজ্ঞাতপরিচয় ৬/৭ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে আবু সাঈদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর তাদের একজন আবু সাঈদের কপালে পিস্তল ধরে। অপর এক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আবু সাঈদের কাছে থাকা ব্যাগ ভর্তি টাকা কেড়ে নেয় দুর্বৃত্তরা। সহকর্মী মাহাবুবুর রহমান ও নারায়ণ মজুমদার তাদের গতিরোধের চেষ্টা করলে গুলিবর্ষণের ভয় দেখিয়ে চুড়ামনকাটির দিকে তারা পালিয়ে যায়। ছিনতাইকারীদের বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
ইউজি/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।