ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে স্বর্ণের বারসহ ৩ ভারতীয় নাগরিক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বেনাপোলে স্বর্ণের বারসহ ৩ ভারতীয় নাগরিক আটক আটক ভারতীয় নাগরিকেরা

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ তিন ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন-ভারতের ২৪ পরগণা জেলার গৌরিশেল এলাকার ধিরেন্দ্র নাথের ছেলে দিমান সরকার (৪০), ভারতের উত্তর প্রদেশের মাদিয়া এলাকার বিরেন্দ্র সিংহের ছেলে নিতাই সেন (৩২) ও ২৪ পরগণা জেলার মালপাড়া এলাকার বিরবুলাল সাহার ছেলে মাহেশ লাল সাহা (৩৫)।

 

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই তিন ভারতীয়কে আটক করা হয়। তাদের পরনের প্যান্টের নিচের অংশে সেলাই খুলে তার মধ্যে ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন আনুমানিক ১ কেজি হবে বলে জানা গেছে।  

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকেরা আন্তর্জাতিক রুটের পেশাধারী স্বর্ণ চোরাচালানী। তারা একাধিকবার পোসপোর্টযোগে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বাইরের দেশে যাতায়াত করেছে। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

গত ১ ডিসেম্বর দুপুরে এপথে ভারতে পাচারের সময় ২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ভারতের দিল্লির উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হককে (৩৬) আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এজেডএইচ/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।