ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান রিফাত নামে একটি ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের হাড়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে হাড়াতলি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় আরাফাত ট্রাক থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত হয় কাভার্ডভ্যান চালকের সহকারী ও ট্রাকের চালক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ মরদেহ ও গাড়ি দু'টি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।