ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। নিহতদের মধ্যে দু’জন কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার সবজি ব্যবসায়ী। আহত দু’জনও সবজি ব্যবসায়ী।

চট্টগ্রামে সবজি বিক্রির পর পিকআপ ভ্যানে করে কুমিল্লা ফেরার পথে সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

একই ঘটনায় আহত হন আরও দু্ইজন।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের শাহাপুর গ্রামের জীবন গাজী বাড়ির মৃত ইজ্জত আলীর ছেলে রব মিয়া (৫০) ও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের তেওনাই গ্রামের আব্দুল হকের ছেলে ছিদ্দিকুর রহমান (৫২)। অপরজন পিকআপ ভ্যানের চালক ছিলেন জানা গেলেও তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।

খোশবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, নিহত রব মিয়ার মরদেহ বাড়িতে আনা হয়েছে।

রোববার রাতে সবজি বিক্রির উদ্দেশ্যে ওই তিনজনসহ মোট পাঁচজন চট্টগ্রাম যান। সবজি বিক্রি করে ফেরার পথে মিরসরাই পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপ ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। এসময় প্রায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

সীতাকুণ্ড বার আউলিয়া  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএটি/ডিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।