ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কমলনগরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাসেল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হাজিরহাট-মাতাব্বরহাট রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রাসেল ফলকন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও চর ফলকন এলাকার মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, রাসেল বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে অটোরিকশা  তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।