ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৫ যাত্রীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৫ যাত্রীর জরিমানা

ঈশ্বরদী: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৫ যাত্রীকে জরিমানা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কতৃপক্ষ।

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৪টি স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস এবং দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্টেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১১৫ যাত্রীর কাছ থেকে ২৭ হাজার ৪০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মুজিবর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সোবাহান, টিকিট পরিদর্শক আব্দুল আলিম মিঠু, আকরামুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।