ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন মানববন্ধনে ম্যাটস শিক্ষার্থীরা। ছবি: কাওছার উল্লাহ আরিফ/বাংলানিউজ

বগুড়া: উচ্চ শিক্ষাসহ চার দফা দাবি আদায়ের লক্ষে বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি মো. রায়হানুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব প্রমুখ।


 
বক্তারা বলেন, ম্যাটস শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। ইন্টার্ন ভাতা দিতে হবে। পাশাপাশি দশম গ্রেডে সরকারি চাকরির সুযোগ দিতে হবে।  

অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করতে হবে। নইলে ম্যাটস শিক্ষার্থীরা আসন্ন চূড়ান্ত পরীক্ষা বর্জন করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।