ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ভৈরবে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৭০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে বিষয়টি জানান। এর আগে সকালে উপজেলার কমলপুর এলাকার সড়কের পাশ থেকে গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার কমলপুর এলাকার ভৈরব সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় ওই এলাকার একটি ইঞ্জিনিয়ার মিলিং মেশিন ওয়ার্কসপের পাশে রাস্তায় পিকআপ ভ্যান ফেলে মাদক বিক্রেতা আমিন ভূঁইয়ান পালিয়ে যান। পরে পিকআপটি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক আমিন ভূঁইয়ান ও পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।  

আমিন ভূঁইয়ান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইনু ভূঁইয়ানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।