ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার আবুল হাশেমের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হয়েছে। নিহত ইব্রাহিম খলিল পোড়াবাড়ী এলাকায় একটি মাজারে দান করা টাকা সংগ্রহ করার কাজ করতো বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।