ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
শাকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি  প্রয়াত কবি মাহবুবুল হক শাকিল

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে-  বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে তার পরিবারের উদ্যোগে নগরীর বাঘমারা রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরদিন বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর টাউল হল মাঠে স্মরণসভা।  

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

 

বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান,  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।  

স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন- প্রয়াত শাকিলের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।  

এ স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাকিল স্মরণসভা উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭ 
এমএএএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।