ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশেই নান্দাইলকে বদলে দিতে কাজ করছি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
প্রধানমন্ত্রীর নির্দেশেই নান্দাইলকে বদলে দিতে কাজ করছি  ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নান্দাইলকে বদলে দিতে কাজ করছি। উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকারের শাসনামলে নান্দাইলে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। 

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজগাতী ইউনিয়নের ধরগাঁও বাজার থেকে আমলীতলা বাজার সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, নান্দাইলে গত পৌনে ৪ বছরে ৫০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা হয়েছে।

৫০ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। ৫০১ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনসহ প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে।  

ধরগাঁও বাজার থেকে আমলীতলা বাজার পর্যন্ত ৫’শ মিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণ কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আর এ কাজে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩২ লাখ টাকা।  

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ৩১ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নান্দাইল জাহাঙ্গীরপুর সড়ক থেকে রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫শ’ মিটার সড়ক, ৬৭ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ থেকে মিসরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার সড়ক ও ২৩ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৩৪০ মিটার দীর্ঘ চন্ডিপাশা খালপাড় সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।