ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় কারণ দর্শানো নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় কারণ দর্শানো নোটিশ

ঢাকা:  কেক কেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় দুদকের পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুদক।

সোমবার (০৪ ডিসেম্বর) দুদকের নির্ভরশীল একটি সূত্র বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদ গত ২১ নভেম্বর দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের অনুমতি না নিয়ে দুদকের মনোগ্রাম সদৃশ একটি কেক তৈরি করেন।

এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে একই দফতরের উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকারের মাধ্যমে ফেসবুকে আপলোড করেন।

বিষয়টি নানা মহলে সমালোচিত হয়েছে। যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে কমিশন মনে করছে। এ কারণে  তাদের রিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুসারে কারণ দর্শানোর নোটিশ  জারি করেছে কমিশন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদেরকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসজে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।