ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় অবৈধ বালু উত্তোলনকারী ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বরগুনায় অবৈধ বালু উত্তোলনকারী ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনা: বরগুনার বিষখালী নদীর মোহনায় পন্ড অ্যান্ড সেন্ড ও হাজী আশরাফ নামে অবৈধভাবে বালু উত্তোলনকারী দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সেন্টু হাওলাদার ও রফিক নামে দু'জন শ্রমিককে আটক করা হয়।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা সদর উপজেলা ভূমি অফিসার আল নোমান এ অভিযান পরিচালনা করেন।

বরগুনা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বাংলানিউজকে জানান, খাকদোন নদীর বিষখালী মোহনায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে আর বালু উত্তোলন করবে না মর্মে ওই প্রতিষ্ঠানের মালিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে যদি আবারও তারা অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাহলে তাদের সাজা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।