ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
রাজধানীতে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

ঢাকা: রাজধানীর মহাখালীর একটি বস্তিতে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, তার স্বামী রিকশা চালক এবং তিনি বাসা বাড়িতে কাজ করে। ঘটনার সময় তার মেয়ে বাসায় একাই ছিল। বেলা ১২টার দিকে বাসার সামনে থেকে পাশের বাসার এক লোক তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পরে ধর্ষক শিশুটির হাতে ১০০ টাকা দিয়ে কাউকে ঘটনাটি জানাতে নিষেধ করে।

স্বজনরা বেলা ১টার দিকে বাসায় এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থা দেখতে পায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। ধর্ষকের নাম বলতে পারেনি শিশু ও তার পরিবার। তবে তাকে দেখলে চিনতে পারবে বলে জানান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।