ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাহেদ আলী (২৮) ও কৃষ্ণদাসী (৭০) নামে দু্ইজন নিহত হয়েছেন।

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা এলাকায় বাসচাপায় মাটি কাটার শ্রমিক সাহেদ আলী নিহত হন। অপরদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধা কৃষ্ণদাসী নিহত হন।

সাহেদ আলী ভোলার দক্ষিণ আইচা উপজেলার চর নুরউদ্দিন গ্রামের মৃত আব্দুল কাদের দেওয়ানের ছেলে ও কৃষ্ণদাসী ছাতিয়ানতলী গ্রামের মৃত সুবল চন্দ্র দাসের স্ত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে জানান, ঢাকাগামী এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাহেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুপুরে ছাতিয়ানতলী এলাকায় পিকাআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।