ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আটক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
আটক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আটক ভারতীয় নাগরিক মানিক বর্মনকে (৪০) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াই টায় রামখানা সীমান্তের মেইন পিলার ৯৪৯ এর ১/এস এর পাশে বিজিবি-বিএসএফ কোম্পানির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আটক ভারতীয় নাগরিক মানিক বর্মনকে বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি।

মানিক বর্মন ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট জায়গীর বালাবাড়ী গ্রামের দেবদাস বর্মনের ছেলে।

পতকা বৈঠকে বাংলাদেশের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাগভান্ডার কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকানুল হক এবং ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন চৌধুরীহাট কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জে. এস দেবওয়াল।

বিজিবি ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতের মানিক বর্মন রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ভারত সীমান্ত অতিক্রম করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বেড়াকুটি বাজারে প্রবেশ করে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে ভারতীয় নাগরিক প্রকাশ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে রামখানা ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়। পরে রাতেই ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সরকারের মাধ্যমে আটক মানিককে চান্দেরহাট বিজিবির কাছে হস্তান্তর করে।

রামখানা সীমান্তের চান্দেরহাট বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার বিশ্বনাথ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ভারতীয় নাগিরিক মানিককে ফেরত চেয়ে রোববার রাতেই বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে পত্র দেয়। সেই প্রেক্ষিতে সোমবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।