ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে মামলা

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা ও লুটপাটের অভিযোগে টাঙ্গাইলে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এলাকার মুক্তিযোদ্ধা মো. শাজাহান চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।  

মামলার বিবরণে শাজাহান চৌধুরী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ শুরুর পর তার এলাকার  তোফাজ্জল রাজাকার হিসেবে যোগ দেন এবং স্থানীয় রাজাকার বাহিনীর আঞ্চলিক অধিনায়কের দায়িত্ব পান।

তার নেতৃত্বে ১৯৭১ সালের ২৮ জুলাই দেলদুয়ার উপজেলার পাথরাইলে ১৪ জন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করা হয় এবং তাদের বাড়িঘরে লুটপাট করা হয়। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ আলী মাতব্বরের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। অনেক মানুষকে ধরে নিয়ে নির্যাতন করেন তারা।

মামলার বাদী পক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মাসুম মামলাটি গ্রহণ করেছেন। তিনি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন তৈরির পর তা মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।