ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ আহত ১৫ আহত শাহজাদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দু'পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার পারকোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- শাহজাদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন (৩৬), নূর আলম শেখ (৪০), সেলিম (২৭), আইয়ুব আলী (২০), আব্দুর রাজ্জাক (৩০), আব্দুল খলিল (৫০), সমিরণ বেগম (৩৭), কনক খাতুন (২২), হাসানুর (২৭), আফান (৫০), শাহীন (২০), রানা (২৫), ওয়ায়জুল (৩০), শহিদুল (৩২) ও রেজাউল (৩৫)।

পুলিশ জানায়, দুপুরে পৌরসভার পাড়কোলা উত্তরপাড়া গ্রামের নূর আলম শেখের ক্ষেতের সরিষা নষ্ট করে জমি থেকে মাটি কাটার চেষ্টা করেন কাউন্সিলর বেল্লাল হোসেনের লোকজন। এ সময় নূর আলমের লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষই লাঠি, ফালা, হলঙ্গা, টেঁটা, বল্লম, রামদা, হাঁসুয়াসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ উভয়পক্ষের ১৫ জন আহত হন।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।