ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১১ মাসে ১১৬২ কোটি টাকার মালামাল জব্দ বিজিবির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
১১ মাসে ১১৬২ কোটি টাকার মালামাল জব্দ বিজিবির

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক হাজার ১৬২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকার মালামাল জব্দ করেছে। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই প্রায় সাড়ে ৬২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজিবি সদস্যরা গত নভেম্বর মাসে ৩৬ লাখ তিন হাজার ৭৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, আট হাজার ৪৫৭ বোতল বিদেশি মদ, ২৮৯ লিটার বাংলা মদ, চার হাজার ২০১ ক্যান বিয়ার, ২০ হাজার ৩৬১ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৫০ কেজি গাঁজা, ৬৮৮ গ্রাম হেরোইন, সাত হাজার ৬৮০ টি অ্যানেগ্রা-সেনেগ্রা যৌন উত্তেজক ট্যাবলেট এবং নেশা জাতীয় ইনজেকশন এক হাজার ৬৫৫ টি এবং ছয় লাখ ৪২ হাজার ১৭৮ টি অন্যান্য ট্যাবলেট ও চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৩ হাজার পাঁচটি শাড়ি, দুই হাজার ৩৬৬ টি থ্রি পিস-শার্ট পিস, আট হাজার ৬৫৮ মিটার থান কাপড়, দুই হাজার ৭৮৯ টি তৈরি পোশাক, ২০ হাজার ১৬৫ সিএফটি কাঠ ও তিন কেজি ৮৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করে।

এছাড়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৮ টি পিস্তল, দুইটি বন্দুক, ৬০টি গুলি এবং ১২টি ম্যাগজিন।

বিজ্ঞপ্তিকে আরও বলা হয়, বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য পাচারসহ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় সাতজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে থানায় সোপর্দ করা হয় এবং চার জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।