ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক দুই

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ইবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক দুই প্রক্সি দিতে গিয়ে আটক যুবকরা

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনে মানবিক ও সামাজিক অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে দুই প্রক্সিবাজকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আটক যুবকরা হলেন-কাউসার আলী ও মো. আলম। কাউসার আলী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৬-০৭ বর্ষের শিক্ষার্থী এবং মো. আলম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ দিনে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় দুই প্রক্সিবাজ কাউসার ও আলম ওই শিফটের পরীক্ষা দেন। কাউসার আলী বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের ২৩৭ নং কক্ষে রিফাত শেখ (রোল বি-১১০৯) এর পরিবর্তে পরীক্ষা দেন।

অপরদিকে মো. আলম ব্যবসায় প্রশাসন অনুষদের ১০৮ নং কক্ষে সোহানুর রহমান (রোল-১২৪৮) এর পরিবর্তে পরীক্ষা দেন। পরীক্ষা শেষে তারা ভর্তি জালিয়াতির মূল হোতা রকি, লালচাঁদ, মাসুদের সঙ্গে দেখা করার জন্য বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে আসে।

বিশেষ সূত্রে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক উপস্থিত হয়ে তাদের জিমনেসিয়ামের সামনে থেকে আটক করে। আটক যুবকদের ভ্রাম্যমাণ আদলতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

পরে তারা বিষয়টি স্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র (বর্তমানে ছাত্রত্ব বাতিল) লালচাঁদ এবং বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র মাসুদের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়ার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা শেষে প্রবেশপত্র জমা দিয়ে ৪০ হাজার টাকা নেয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জলিয়াতির মূল হোতারা পালিয়ে যায়।

তাদের স্বীকারোক্তির বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০/৩ ধারায় আটক কাউসার আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে মো. আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সন্ধ্যা সাড়ে পাঁচটায় কুষ্টিয়া অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ আদেশ দেন। এ ঘটনার পেছনের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।