ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
পটুয়াখালীতে ইয়াবাসহ আটক ৩ আটক- মো. লুৎফর রহমান ওরফে সুমন মোল্লা,  মো. বেলাল হোসেন ও মো. আহসান

পটুয়াখালী: পটুয়াখালী সদরের ভুড়িয়া কাশিপুর বাধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আকট করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- পটুয়াখালী সদর থানাধীন মো. লুৎফর রহমান ওরফে সুমন মোল্লা (৩৮),  মো. বেলাল হোসেন (২৮) ও মো. আহসান (৩৮)।

রোববরা (৪ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মুহাম্মদ ছুরত আলমের (অতিরিক্ত পুলিশ সুপার) নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে তিনজনবে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।