ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ছিনতাই করতে গিয়ে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কিশোরগঞ্জে ছিনতাই করতে গিয়ে আটক ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাছবাহী ইঞ্জিন চালিত একটি টমটম আটকিয়ে ছিনতাই করতে গিয়ে শরিফুল ইসলাম (২০) নামে এক ছিনতাইকারী আটক হয়েছেন।

সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মরিচখালী সড়কের ভরাটি এলাকায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শরিফুল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী মরিচখালী বাজার থেকে একটি ইঞ্জিন চালিত টমটমে করে মাছ নিয়ে ভৈরব যাচ্ছিলেন। পথে ভরাটি এলাকায় পৌঁছালে কয়েকজন লোক টমটম আটকিয়ে ছিনতাই শুরু করে। পরে সাইদুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মমিন (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। একপর্যায়ে শরিফুলকে আটক করে পুলিশ সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বাংলানিউজকে জানান, মাছবাহী টমটমটি থানায় এনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।