ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে ইটভাটার মালিকের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
রামগতিতে ইটভাটার মালিকের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটার মালিক নুরুল ইসলাম মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী এ জরিমানা করেন।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকায় এমবিএস নামের একটি ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি করে আসছে।

খবর পেয়ে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জরিমানার খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।