ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভূঙ্গাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে শংকর চন্দ্র সরকার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শংকর ভূঙ্গাবাড়ি এলাকার সন্তুষ চন্দ্র সরকারের ছেলে।  

স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, ভূঙ্গাবাড়ি এলাকা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের পাশ দিয়ে হেঁটে গোয়ালবাথান যাচ্ছিলেন শংকর।

এসময় খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭    
আরএস/আরআর
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।