ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী: নিখোঁজ হওয়ার ২ দিন পর ঈশ্বরদীর দাশুরিয়া তেঁতুলতলা থেকে ওয়ারেজ আলী সরদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পাবনার ফরিদপুর উপজেলার নেচড়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে।

থানাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার দাশুরিয়া ইউনিয়নের তেঁতুলতলা পাকা রাস্তার পাশে স্থানীয়রা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ওয়ারেজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রামের স্থানীয় মেম্বার সাদেক আলী জানান, পেশায় ট্রাক চালক হলেও আসলে তিনি আন্ত‍ঃজেলা গরু চোর দলের সদস্য। দুইদিন আগে তিনি ট্রাক নিয়ে বাড়ি থেকে বের হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।
তার নামে নাটোর গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনা সদর থানায় গরুচুরি ও মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।