ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যার সীমানায় দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
শীতলক্ষ্যার সীমানায় দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান চলছে উচ্ছেদ অভিযান-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সৈয়দপুরের আলামিন নগর এলাকা থেকে বরফকল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের ভেতরের প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় অবৈধভাবে স্থাপন করা একটি ড্রেজার, সীমানা পিলারের মধ্যে নির্মিত কয়েকটি নির্ধানাধীন দেয়াল ভেঙে ফেলা হয়।

এছাড়া অবৈধভাবে দখল করা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন অস্থায়ী সব স্থাপনাগুলোও গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি। এসময় উপস্থিত ছিলেন-বিআইডবিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক শহিদুল্লাহ, নৌ থানা পুলিশের পরিদর্শক আবু তাহের খানসহ বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী, পুলিশ, আনসার, পল্লি বিদ্যুৎ ও ডিপিডিসির কর্মকর্তারা।

গত সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।  

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, শীতলক্ষ্যার তীর রক্ষায় আরও ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।