ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য নিহত

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে অনধি রঞ্জন চাকমা (৪৮) নামে সাবেক এক ইউপি নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১৮ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভেঙে নতুন ইউপিডিএফ গণতান্ত্রিক দল গঠন করা হয়েছে।

আর নতুন দলের নেতৃত্বে ছিলেন রঞ্জন। এ ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।