ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে জেএমবির এক সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সবুজবাগে জেএমবির এক সদস্য আটক

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছির (৩৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও জিহাদী লিফলেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে আটক করে।

 

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক নূর আজম সবুজবাগ এলাকায় গোপনে জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল।  

সে ঢাকাসহ সারাদেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিলো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।