ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপিতে ঊর্ধ্বতন নয় কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ডিএমপিতে ঊর্ধ্বতন নয় কর্মকর্তার পদায়ন

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ডিএমপি’র সদর দফতর থেকে এক আদেশে তাদের পদায়ন করা হয়।

আদেশে অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস), অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলমকে (সেবা) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), যুগ্ম কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদকে যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর), যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাককে (সেবা) যুগ্ম কমিশনার (অপরেশনস), উপ কমিশনার মো. শাহেদ আল মাসুদকে অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন), গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগের উপ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে অতিরিক্ত উপ কমিশনার হুমায়রা পারভীনকে অতিরিক্ত উপ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) হিসেবে, গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাঈনুল ইসলামকে অতিরিক্ত উপ কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়াও সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসান ফিরোজকে সিনিয়র সহকারী কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।